টামেন টার্বো মূলত হালকা থকেকে মাঝারি ব্যথার জন্য কাজ করে এছাড়াও যকোনো ব্যথা যমন : দাঁতের ব্যথা, ঘাড় ব্যথা, মাসিকের ব্যথা, ইনফ্লুয়েঞ্জার মতো ব্যথার জন্য কাজ রে। তবে এটি জ্আরের জন্যভালো কাজ করে। যেকোন জ্বরের জন্য টামেনটার্বো ব্যবহার করা হয়। টামেনটার্বোর কাজ কি তা জানতে হলে অবশ্যই এর কার্যকারী ভূমিকা জানা দরকার।
টামেনটার্বোর দাম :
টামেন পেডিয়েট্রিক ড্রপ হয় না।
টামেন ৫০ মিলি সিরাপ – ৩৫ টাকা।
টামেন ১০০ মিলি সিরাপ – ৫০ টাকা।
টামেন ৫০০ মি: গ্রা: ট্যাবলেট – পিচ ১.২ টাকা পাতা ১২ টাকা।
টামেনটার্বো ট্যাবলেট – পিচ ২.৫ টাকা পাতা ২৫ টাকা।
উপাদান
প্রতিটি টামেনটার্বো ট্যানলেটে রয়েছে ৫০০ মি: গ্রা: প্যারাসিটামল এবং ৬২.৫০ শতাংস ক্যফেইন। যা মানবদেহর ব্যথা বয়্য অথা
টামেনটার্বোর ডোজ
প্রাপ্ত বয়সস্ক জন্য ১ টি কর ট্যাবেট দিনে ৩ বার বচ্চাদের জন্য ১২ থেকে ১৫ বছরের চ
শিশুদের জন্য ১ টি করে ট্যাবলেট দিনে ১ বার।১- ৮ বছরের নিচের শিশুদের জন্য টামেন সিরাপ ব্যবহার করওায়ঢ়পাধে
টামেনটার্বোর জেনেরিক :
টামেনটার্বো হলো ফার্মাক্লোজি নাম নাম বা ঔষধ কোম্পানির ব্যবহৃত নাম জেনেটিক নাম হলো প্যারাসিটামল (Paracetamol) + ক্যাফেইন (Caffine). প্যারাসিটামল যা জ্বর মাথা ব্যথার কাজ করে বর ক্যাফেইন শরীর ব্যথার জন্যভালে কাজ করে।আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার অপরিহার্য যা OTC product হিসেবেও কাজ করে।
টামেনটার্বো কি ব্যথার কাজ করে :
প্যারাসিটামল সাধারণ ব্যথর কাজ করে এবং জ্ব কমাতে সাহায্য করে আর ক্যাফেইন শরীরের যেকোন ব্যথার কাজ করে কারন এটি এসিটামইনোফেন গ্রুপের সদস্য। এটি মধ্যম থেকে তীব্র জ্বরের ও ব্যথার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিঃসন্দেহে বলা যায় এটি ব্যথার ওষুধ।
মাসিকের ব্যথার জন্য টামেনটার্বো
সাধারন নিয়ম অনুসারে মেয়ে বা মহিলাদের প্রতি মাসে একবার ঋতুস্রাব হয় আর এ সময় পেটে প্রচন্ড পরিমান ব্যথা অনুভব হয় এসব ব্যথার জন্য গুরু দায়িত্ব পালন করে।তখন এটি ব্যথা নিরাময়য়ে ডাইক্লোফেনাক এর চেয়ে ভলো কাজ করে।
জ্বর হলে টামেনটার্বো
আামাদের দেশে জ্ব একটি কমন ব্যধি।আবহাওয়ার পরিবর্তন হলেই কম বেশি জ্বর হয়ে থাকে। এসব জ্বরের জন্য প্যারাসিটামল যুক্ত ঔষধ দরকার। টামেনটার্বো তে রয়েছে প্যাটাসিটামল + ক্যাফেইন যা দ্রুত জবরের মত সমস্যা সমাধান করে।
ব্যথা উপমশমে টামেনটার্বোর কাজ কি
- অস্টিও আর্থরাইটিসের জন্যকাজ করে
- দীর্ঘদিন দিনের দাঁতে ব্যথা কমাতে সাহায্য কর।
- মাথা ব্যথা কমাতে। করে
- কোমড় ব্যথার জন্য কাজ করে
- মাসিকের ব্যথার জন্য কাজ করে।
- গেটে বাত, গলা ব্যথা, দীর্ঘদিনের ব্যথার জন্য টামেনটার্বে কাজ করে।
পার্শ প্রতিক্রিয়া
যদিও এসব ওটিসি পোডাক্ট তমেন কোরনে বিরুপ ফেলে না।তারপরও কিছু কিছু পার্শ প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন :
- বমিবমি ভাব হতে পারে।
- বমি হতে পারে।
- Allergic এ্যালার্জিক রিএ্যাকশন হতে পারে
- পেটে গোলযোগ হতে পারে
- শরীরের চামড়ায় লাল ঘামাচির মতো দেখ দিতে পারে।
- দীর্ঘদিন ব্যবহার করলে শরীর দূর্বল হতে পারে।
সাবধানতা
যারা এ্যালকোহল ব্যবহার করে তাদের জন্য টামেনটার্বো প্রতিনির্দেশিত। কিডনি ও লিভার এ যাদের সমস্যা আছে তাের জন্য প্রতিনির্দেশিত। দীর্ঘদিন ব্যবহারের ফলে লিভার ও কিডনি ড্যামেজ হতে পারে। এৃন কোন সমস্যা দেখা দেয়া মাএই হাসপাতালে নিয়ে যেতে হবে অথবা যত দ্রুত সম্ভব চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে।
সংরক্ষণ
আলো থেকে দূরে রাখতে হবে। শুষ্ক ও আাদ্র স্থানে সংরক্ষন করতে হবে। সকল প্রকাড ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখতে হবে।
টামেনটার্বো খেলে কি ঘুম হয়।
টামেনটার্বো খেলে ঘুম হয় কি না তার প্রামান এখনও পাওয়া যায়নি। অন্য কোন সমস্যা থাকলে টামেনটার্বো থেকে বিরত থাকতে হবে।
স্তন্য দানকারী ও মাতৃদুগ্ধকালীন মায়েদের
টামেনটার্বো একটি জ্বর,মাথা ব্যথা, গলা ব্যথা,কানে ব্যথার কাজ করে থাকে।মাতৃদুগ্ধ কালীন সময় অতিরিক্ত ব্যথা মাচক ঔষধ সেবন করা উচিত নয় এতেকরে মায়ের বুকের দুধের পরিমান কমে যায়।তাই স্তন্যদানকারী বা মাতৃদুগদ্ধকলীন সময় সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যথা সম্ভব বিরত থাকতে হবে।
টামেন টার্বোর কাজ ও উপাদান
প্রতি ৫ মিলি সিরাপে আছে ১২০ মি: গ্রা: যা শিশুদের জন্য অত্যন্ত কার্যকারী। এবং প্রতিটি PET বোতলে রয়েছ ১০০ মিলি সিরাপ। এবং ছোট বোতলে আছে ৬০ মিলি সিরাপ।
একটি টামেন ট্যাবলেটে রয়েছে প্যারাসিটামল ৫০০ মিলি এবং একটি ব্লিস্টারে রয়েছে ১০ টি ট্যাবলেট
একটি টামেনটার্বো ট্যাবলেটে রয়েছে প্যারাসিটামল ৫০০ মিলি + ক্যাফেইন ৬২.৫ শতাংশ এটি SKF Pharmaceutical বাজারে নিয়ে আসছে। যা মাথা ব্যথা, শরীর ব্যথা, দাতঁ ব্যথায় খুবই ভালে কাজ করে।
লেখকের কিছু কথা
টামেন ট্যাবলেট, সিরাপ, টামেন টার্বো সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো সব বিভিন্নভাবে নেয়া হয়েছে। কিছুটা নিজের অভিজ্ঞতা থেকে কিছুটা বিভিন্ন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং কোম্পানির ঔষধের সাথে দেয়া কাগজের মাধ্যমে। তাই সঠিক ভাবে পরামর্শের জন্য চিকিৎসকের সাথে যোগাযোগ করে নিতে পারেন অথবা উপরের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে পারেন।
Leave a Reply