Napoxen একটি ব্যথা বিরোধী ঔষধ। এটি যেকোন ধরনের ব্যথার জন্য ব্যবহার করা হয়। নেপ্রোক্সেন এর কাজ গুলোর মধ্যে পেশী ব্যথা, জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যাথা ও অন্যান্য ব্যথার কাজ করে।ন্যাপ্রোক্সেন এর কাজ কি তা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নেপ্রোক্সেন কোন রোগে নির্দেশিত/ Naproxen kon rog a nirdeshito
- তীব্র গেঁটে বাতের জন্য।
- ডিসমেনোরিয়া বা ব্যথা যুক্ত ঋতুস্রাব।
- কোষ- কলার বাঁত
- ডিজেনেরেটিভ রোগ যেমন: অস্টিওআর্থরাইটিস। স্পনণ্ডিলোসিস
- প্রদাহ জনিত বাঁতের ব্যাথায় নির্দেশিত
- রিউমাটয়েড আর্থরাইটিস, অস্টওআর্থরাইটিস ইত্যাদি সমস্যা।
- মাংসপেশির ব্যথা
নেপ্রোক্সেনের কাজ ও প্রয়োগবিধি
১.বাঁত জনিত সমস্যার জন্য শিশু ও বয়স্কদের আলাদা আলাদা ডোজ। যেমন:
শিশুদের জন্য :সিরাপ
২-৫ বছরের শিশুদের জন্য
১ চামচ থেকে ২ চামচ করে দিনে ২-৩ বার দিতে হবে।
৬-১২ বছরের শিশুদের জন্য
২-৩ চামচ করে সিরাপ দিনে ২-৩ বার দিতে হবে।
১২- প্রাপ্ত বয়স্কদের জন্য
৪ চামচ করে সিরাপ দিনে ৩ বার দিতে হবে।
শিশুদের জন্য: ট্যাবলেট
২ বছরের নিচের শিশুদের জন্য এখনও ট্যাবলেট নির্দেশিত নয়।
৫-৮ বছরের শিশুদের জন্য
২৫০ মি:গ্রা: ট্যাবলেটের অর্ধেক করে দিনে ২ বার।
৮-১২ বছরের শিশুদের জন্য
২৫০ মি:গ্রা: এর ১ টি করে ট্যাবলেট ৮-১২ ঘন্টা পর পর দিনে ২ বার দিতে হবে।
১২- ১৫ বছরের শিশুদের জন্য
২৫০- ৫০০ মি: গ্রা: এর ১ টি করে ট্যাবলেট ৮-১২ ঘন্টা পর পর দিনে ২-৩ বার দিতে হবে।
প্রাপ্ত বয়স্কদের জন্য
৫০০-১০০০ মি: গ্রা: ট্যাবলেট দিনে ২-৩ বার ৮-১২ ঘন্টা পর পর দিতে হবে।
২. তীব্র গেঁটে বাতের জন্য ন্যাপরোক্সেন
প্রাপ্ত বয়স্কদের জন্য : প্রথমে ৭৫০ মি: গ্রা: এর একটি ট্যাবলেট একক মাএায় এরপর ৮-১২ ঘন্টা পর পর ২৫০ মি: গ্রা: করে দিতে হবে।
ডিসমেনোরিয়াতে প্রথমবার ৫০০ মি: গ্রা: এবং দেখা দপরবর্তী ডোজ ২৫০ মি: গ্রা: করে ৮-১২ ঘন্টা পর পর দিতে হবে।
Naproxen এ কি ব্যথা কমে
Naproxen একটি Analgesic যা ব্যাথা কমিয়ে শরীরকে সবল রাখতে সাহায্য করে।
বাচ্চারা কি নেপ্রোক্সন খেতে পারে
২ বছরের কম বয়সী শিশুদের জন্য নেপ্রোক্সেন না দেয়া উচিত কারন বাচ্চারা অতি মাএা সহ্য করতে পারে না। তাই বাচ্চারা নেপ্রোক্সেন না দেয়া উওম। তবে তার থেকে বাচ্চাদের জন্য লিকুইড ঔষধ আছে।
পার্শ প্রতিক্রিয়া
- হাঁপানি রোগীদের ক্ষেত্রে Naproxen দেয়ার আগে ভেবে দিতে হবে।
- দীর্ঘদিন Naproxen ব্যবহার করলে Kidney ও Liver এ সমস্যা দেখা দিতে পারে।
- শরীরে ঝিমুনি ভাব হতে পারে।
- বমিবমি ভাব হতে পারে।
- বমি হতে পারে।
- পেটে গোলযোগ দেখা যেতে পারে।
- হাত পা অবস হয়ে আসতে পারে
- এ্যাজমা রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
Naproxen খেলে কি ঘুম হয়
Naproxen একটি pain killer যা শরীরের ব্যথা উপশম করে সুস্থ রাখতে সাহায্য করে। এতে ঘুমের কোন নির্দেশনা পাওয়া যায়নি। তবে ব্যথা নিরাময় করার ফলে চোখে ঘুম আসতে পারে।
Napro A plus এর কাজ
Napro A plus Acme কোম্পানির একটি ঔষধ যাতে রয়েছে Naproxen 500 mg + Esomeprazole 20 mg. যা দীর্ঘদিনের ব্যাথা,কোমরের ব্যাথা, হাড় ক্ষয় জনিত ব্যাথার জন্য ব্যবহার করা হয়। এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কম তার কারন হলো ব্যাথা নাশক এর সাথে গ্যাস্টিক মির্শ্রিত। তাই অনেক দিন পর্যন্ত খাওয়া যায়
দীর্ঘদিন খেলে কি কোন ক্ষতি হয়
কোন ব্যথা নাশক ঔষধ বেশি দিন খাওয়া ঠক না। দীর্ঘদিন ধরে একই ঔষধ গ্রহণ করলে রোগীর অবস্থা খারাপ হবার সম্ভাবনা আছে। তবে কোন কোন ক্ষেএে বেশি দিন খাওয়া যায় সমস্যা হয় না।
সাবধানতা
লিভার ও কিডনি রোগীদের Naproxen ঔষধ দেয়া থেকে বিরত থাকতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে। এসব রোগী রা অন্য রোগের জন্য ঔষধ সেবন করে একএে এসব ঔষধ গ্রহণ করা ঠিক হবে না।এছাড়াও Naproxen এর প্রতি যাদের প্রতিনিদের্শন আছে তাদের গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
সাবধানতা
লিভার ও কিডনি রোগীদের Naproxen ঔষধ দেয়া থেকে বিরত থাকতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে। এসব রোগী রা অন্য রোগের জন্য ঔষধ সেবন করে একএে এসব ঔষধ গ্রহণ করা ঠিক হবে না।এছাড়াও Naproxen এর প্রতি যাদের প্রতিনিদের্শন আছে তাদের গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
বিভিন্ন নামে Naproxen tablet বাজারে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে নিয়ে আসছে তাদের মধ্যে কিছু কোম্পানি নিচে দেয়া হল:
- Tab. Nuprafen ( Beximco) 250/500
- Tab. Napryn ( Healthcare) 250/500
- Tab. Napzon ( General)250/500
- Tab. Napro A ( Acme) 250/500
- Tab. Servinaprox ( Noverties) 250/500
- Sonap (Square) 250/ 500
- Tab. Anaflex ( ACI) 250/500
- Tab. Naproxin ( Ambee) 250/500
এছাড়াও অতিরিক্ত ব্যথার জন্য suppository বা Pain killer gel বঅবহার করা হয়।
বিভিন্ন কোম্পানি Naproxen কে বর্তমানে কম্বিশনের মাধ্যেমে নিয়ে আসছে।যেমন : Naproxen + Esomeprazole এর কারন হলো অনেক রোগী শুধু Naproxen গ্রহণ করলে Side effects দেখা দেয়। তেমনি Albion pharmaceutical নিয়ে আসছে Naproxin plus যাতে রয়েছে Naproxen 500 mg এবং Esomeprazole 20 mg.
Leave a Reply