Medicine

ফাস্ট ৫০০ মি: গ্রা: ট্যাবলেটের কাজ/ Fast 500 mg tablet er kaj

ফাস্ট ট্যাবলেট এর জেনেরিক নাম হলো প্যারাসিটামল(Paracetamol).এটিঅ্যাসিটামাইনোফেন ( Acetaminophen) গ্রুপের ঔষধ। যা অ্যান্টিপাইরেটিক ( anti pyretic) বা জ্বর নাশক হিসাবে কাজ করে ও অ্যানালজেসিক ( Analgesic) বা আ্যাথা নাশক হিসেবে কাজ করে। ফাস্ট ৫০০ মি: গ্রা: ট্যাবলেটের কাজ / Fast 500 mg tablet er kaj হলো হালকা থেকে মাঝারি ধরনের ব্যাথা ও জ্বরের জন্য। 

ফাস্ট ৫০০ মি: গ্রা: ট্যাবলেট / Fast 500 mg tablet

ফাস্ট ৫০০ মি:গ্রা: ট্যাবলেট হালকা থেকে মাঝারি ধরনের ব্যাথা দূর করে যেমন: মাথা ব্যাথা, দাঁত ব্যথা, মাসিকের ব্যাথা, কানপর ব্যাথা, শরীর ব্যাথা, হাটুর ব্যাথা, অস্টিও আর্থরাইটিসের ব্যাথা, জয়েন্টে ব্যাথার জন্য ব্যবহার করা হয় এবং জ্বরের জন্য ফাস্ট ট্যাবলেট ব্যাবহার করা হয়।

জ্বর আসলে কি শরীর ব্যাথা হয়

জ্বর আনাদের দেশের একটি কমন রোগ। সামান্য বৃষ্টির পানি লাগলেও শরীরে জ্বর চলে আসে। আবহাওয়া পরিবর্তন হলেও অনেকের জ্বর চলে আসে। এটাকে বলা হয় সিজনাল জ্বর বা Weatherfact জ্বর। এসব জ্বর হলে সাথে শরীর ব্যাথা হয় প্রচুর। এজন্য ফাস্ট ট্যাবলেট বা প্যারাসিটামল ট্যাবলেট গ্রহণ করলে ব্যাথা কমে যায়।তাই বলা যায় যে জ্বর আসলে শরীর ব্যাথা ও মাথা ব্যাথা কমন। 

মাথা ব্যাথা হলে কি ফাস্ট ৫০০ মি: গ্রা: টয়াবলেট কাজ করে

মাথা ব্যাথা ব্যাথা অনেক গুলো কারনে হয়ে থাকে। মাইগ্রেনে সমস্যা থাকলে মাথা ব্যাথা হয়। ঘুমের সমস্যা থাকলে মাথা ব্যাথা করে। অবশ্যই মাথা ব্যাথা করলে ডোজ অনুসারে ঔষধ গ্রহণ করলে মাথা ব্যাথা কমে যায়।

ফাস্ট ট্যাবলেটের দাম

প্রতিটি ৫০০ মি: গ্রা: ট্যাবলেটের দাম ১.২ টাকা এবং প্রতি স্ট্রিপের দাম ১২ টকা । পরবর্তী সময়ে দাম বাড়তে বা কমতে পারে। কোম্পানির উপর নির্ভর করে।

পার্শ্বপ্রতিক্রিয়া

  • বমিবমি ভাব
  • বমি হতে পারে
  • চুলকানি
  • মাথা ঝিম ঝিম করতে পারে
  • ঘুম ঘুম ভাব হতে পারে
  • পেটে জ্বালা হতে পারে

ফাস্ট এক্সআর ট্যাবলেট কাজ /Fast xr tablet kaj

Fast_xr_tablet_kaj

প্যারাসিটামল এক্স আর বা ফাস্ট এক্স আর ট্যাবলেট একই যা অ্যাসিটামাইনোফেন গ্রুপের। একটি ফাস্ট এক্সআর ট্যাবলেটে রয়েছে প্যারাসিটামল বিপি ৬৬৫ মি: গ্রা: যা মাথা ব্যাথা, দাঁত ব্যাথা, কানের ব্যাথা, মাসিকের ব্যাথা, জয়েন্টে ব্যাথা,  জ্বর, ঠান্ডা ও যেকোনো ধরনের হালকা থেকে মাঝারি ধরনের পেইনের ( pain)  জন্য ব্যবহার করা হয়। 

ফাস্ট এক্সআর দাম

প্রতি পিচ ট্যাবলেটের দাম ২ টাকা করে এবং প্রতি স্ট্রিপের দাম ২০ টাকা। 

ফাস্ট এক্স আর টয়াবলেটের ডোজ

আট বছরের কম বয়সী শিশুদের জন্য ফাস্ট এক্স আর ট্যাবলেটের সেইফ কোনে তথ্য পাওয়া যায়নি তাই তাদের ক্ষেত্রে না দেয়া উওম। 

৯-১২ বছরের শিশুদের জন্য

৯ থেকে ১২ বছর বয়সের শিশুদের জন্য ১ টি করে ট্যাবলেট ৪ থেকে ৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৪ বার দেয়া যাবে। দিনে ২৬৬০ গ্রাম এর বেশি নয়। 

১২- প্রাপ্ত বয়স্কদের জন্য

১২ বছর থেকে শুরু করে বয়স্কদের জন্য দিনে ২ টি করে অর্থাৎ ১৩৩০ গ্রাম করে ৪ থেকে ৬ ঘন্টা পর পর দিনে ৪ বার দেয়া যাবে। সমস্যার উপর ভিত্তি করে ডোজ কমানো যেতে পারে কিন্তু বাড়ানো যাবে না।

ব্যাথা থাকলে ডোজ কেমন হয়

হালকা থেকে মাঝারি ধরনের ব্যাথার জন্য বা বেশি ব্যাথার জন্য ফাস্ট এক্স আর ট্যাবলেট দেয়া হয়। বয়স্কদের জন্য ২ টি করে ট্যাবলেট দিনে ৩-৪ বার দেয়া যাবে।

মাসিকের ব্যাথায় কি খাওয়া উচিত

মাসিকের ব্যাথায় প্যারাসিটামল খুবই উপকারী ঔষধ। মাসিক হলে ৩ বেলা ১ টি করে ট্যাবলেট খাবার পরে বা খাবার মধ্য গ্রহন করতে হবে।

গর্ভকালীন সময় ফাস্ট এক্সআর ব্যবহারে কোনো ক্ষতিকর প্রভাব লক্ষ করা যায়নি। তাই প্রয়োজনে চিকিৎসকের সাথে পরামর্শ করে ব্যবহার করা যেতে পারে। 

মাতৃদুগ্ধ কালীন সময় ফাস্টএক্স আর

প্যারাসিটামল মায়ের দুধে নির্গত হয়। তাই দুগ্ধ কালীন সময় কেবল মাএ প্রয়োজন হলেই ব্যবহার করতে হবে অন্যথায় ব্যবহার থেকে বিরত থাকতে হবে। 

ফাস্ট এক্সআর ট্যাবলেটের সতর্কতা

ওভার ডোজের কারনে সমস্যা হতে পারে। লিভার সমস্যা জনিত রোগীদের ক্ষেত্রে ডোজের পরিমান কমিয়ে আনতে হবে। কিডনি বিকল রোগীদের জন্য ও চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। অ্যালকোহল সেবনকারীর জন্য সতর্কতা অবলম্বন করতে হবে একই সাথে ফাস্ট যুক্ত অন্য ঔষধ সেবন করা থেকে বিরত থাকতে হবে। 

ফাস্ট এক্সআর পার্শ্বপ্রতিক্রিয়া

প্যারাসিটামল ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া নেই বল্লেই চলে। তবে শরীরের উপর Depend করে অনেক সময় সামান্য পরিমান অসুবিধা হতে পারে। যেমন: 

  • এলার্জিক রিএ্যাকশন
  • চুলকানি
  • মাথাঘোরা
  • বমি বমি ভাব
  • বমি হতে পারে
  • ঘুম ঘুম ভাব হতে পারে

Acme Pharmaceuticals বাংলাদেশের স্বনামধন্য ঔষধ কোম্পানির একটি। তাদের তৈরি৷ ঔষধের মান উন্নত। তাদের সকল ধরনের ঔষধ মানসম্মত Raw materials দিয়ে তৈরি এবং ক্লিনিক্যাল পরীক্ষিত এবং বাজারজাত করনের উপযোগী। 

rakibjomadder

Recent Posts

Xpa xr 665 mg tablet

Xpa xr 665 mg tablet জ্বর মাথা ব্যথা, শরীর ব্যথা দাঁত ব্যথা, কোমড় ব্যথা, জয়েন্টের…

55 years ago

নেপ্রোক্সেন এর কাজ কি

Napoxen একটি ব্যথা বিরোধী ঔষধ। এটি যেকোন ধরনের ব্যথার জন্য ব্যবহার করা হয়। নেপ্রোক্সেন এর…

55 years ago

Maxpro 20 mg এর কাজ

Maxpro 20 mg tablet হলো ইসোমিপ্রাজল গ্রুপের এন্টি আলসারেন্ট Anti ulcerant ঔষধ। Maxpro 20 mg…

55 years ago

হাঁপানি রোগের চিকিৎসা/ Bronchial Asthma/ Causes/Treatment

Bronchial Asthma / ব্রঙ্কিয়াল এ্যাজমা সকল বয়সের মানুষের হইতে পারে, তবে পৌড় বয়সের লোকদের এই…

55 years ago

টামেন টার্বোর কাজ কি/ Tanen turbo r kaj ki

টামেন টার্বো মূলত হালকা থকেকে মাঝারি ব্যথার জন্য কাজ করে এছাড়াও যকোনো ব্যথা যমন :…

55 years ago

টাইফয়েড ও প্যারাটাইফয়েড রোগের কারন/লক্ষন/ চিকিৎসা/উপদেশ

টাইফয়েড ও প্যারাটাইফয়েড রোগের মূল উৎস হলো মানুষ। মানুষ দ্বারা এই রোগ হয়। টাইফয়েড ও…

55 years ago