Maxpro 20 mg tablet হলো ইসোমিপ্রাজল গ্রুপের এন্টি আলসারেন্ট Anti ulcerant ঔষধ। Maxpro 20 mg এর কাজ হলো বুক জ্বালা, পেট জ্বালা পেটে ঘা চুকা ঢেকুর রোধে কাজ করে।
বয়স্কদের জন্য ১ থেকে সর্বোচ্চ ২ করে ঔষধ ১২ ঘন্টা পর পর দিনে ২ বার গ্রহন করা যায়।
৯- ১৫ বছরের শিশুদের জন্য ১ টি করে ট্যাবলেট ১২ ঘন্টা পর পর দিনে ২ বার গ্রহন করা যায়।
৮ বছরের শিশুদের জন্য ২০ মি: গ্রা: ট্যাবলেট গ্রহণ করা যায় না তাদের জন্য ১০ মি: গ্রা: ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে।
ম্যাক্সপ্রো ২০ মি: গ্রা: ট্যাবলেট / Maxpro 20 mg tablet গ্যাসের জন্যও কাজ করে। চুকা ঢেকুর, বদ হজম, গ্যাস জনিত পেটে ব্যাথার জন্য Maxpro tablet কাজ করে।
Maxpro 20 mg capsule হলো ইসোমিপ্রাজল গ্রুপের এন্টি আলসারেন্ট Anti ulcerant ঔষধ। Maxpro 20 capsule এর কাজ হলো বুক জ্বালা, পেট জ্বালা পেটে ঘা চুকা ঢেকুর রোধে কাজ করে।
বয়স্কদের জন্য ১ থেকে সর্বোচ্চ ২ করে Capsule ১২ ঘন্টা পর পর দিনে ২ বার গ্রহন করা যায়।
৯- ১৫ বছরের শিশুদের জন্য ১ টি করে Capsule ১২ ঘন্টা পর পর দিনে ২ বার গ্রহন করা যায়।
৮ বছরের শিশুদের জন্য ২০ মি: গ্রা: Capsule গ্রহণ করা যায় না তাদের জন্য ১০ মি: গ্রা: Capsule চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে।
Maxpro 20 mg এর কাজ যেহেতু বুক জ্বালা, পেটে পীড়া, চুকা ডেকুর এসবের জন্য Maxpro ট্যাবলেট বা ক্যাপসুল ব্যবহার করা হয় তাই এর তেমন বেশি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তারপরও কিছু কিছু সমস্যা দেখা যায়। যেমন: অতিরিক্ত ব্যবহারের ফলে পেটে ঘা সৃষ্টি হতে পারে। মাথা ঝিমঝিম করতে পারে। বমি বমি ভাব হতে পারে। পেটে গোলযোগ হতে পারে। আবার দীর্ঘদিন একই গ্রুপের ঔষধ যেমন সুধু Omeprazole বা Esomeprazole বা Rabeprazole বা Pantoprazole ব্যবহার করলে Stomach এ লেয়ার তৈরি করে যাতে করে ঠিক মতো ঔষধ কাজ করতে পারে না। এর ফলে আলসার ( Ulcer) হতে পারে।
যদি Gastric এর কারনে পেটে ব্যথা করে, পেট ফাঁপা দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের পেট ব্যথা হয় তাহলে maxpro ট্যাবলেট বা Maxpro capsule খাওয়া যাবে।
যে কোনো ঔষধ খাবার নিয়ম, ঔষধের উপকারিতা অপকারিতা এবং কোন ধরনের রোগের জন্য কি ঔষধ গ্রহণ করতে হবে সব ধরনের তথ্য জানতে ভিজিট করুন Purely Health Tips ওয়েবসাইটে। আপনাদের সেবায় আমরা পরিশ্রম করছি ২৪ ঘন্টা
Tablet বা Capsule দুটোর পাওয়ার একই। দুটোতেই সমান ফলাফল পাওয়া যায় তাহলে প্রশ্ন আসতে পারে আলাদা আলাদা করার কারন কি সেক্ষেত্রে বলা যায় Maxprp tablet পাকস্থলীতে যাবার পর আস্তে আস্তে ভাঙ্গে এবং দীর্ঘ সময় নিয়ে কাজ করতে থাকে এবং এর ফলাফল দীর্ঘ সময় পাওয়া যায় আর Maxpro Capsule হলো Vegetable সেল এ তৈরি যা পাকস্থলীতে যাবার পর cap sell ভেঙে দ্রুত কাজ শুরু করে এবং সাময়িক সময়ের জন্য দ্রুত কাজ করে। এজন্য যারা Acute Gastritis এ ভোগে তাদের জন্য Capsule ভালো কাজ করে।
একটানা ৩ মাসের বেশি একই Group এর খাওয়া ঠিক না। তবে ৩ মাস পর্যন্ত খাওয়া যাবে।একটানা ৩ মাস এর বেশি সময় একই গ্রুপের PPI ( protone pump inhibitor) ব্যবহারের ফলে গ্যাসট্রোইনটেস্টটাইনাল ট্রাক্টে ( Gastrointestinal tract) এ একটি আবরন তৈরি হয়। যার ফলে ঔষধ আর কাজ করে না।এই জন্য ৩ মাস পর পর গ্রুপ পরিবর্তন করতে হবে। এবং মাঝে মাঝে ঔষধ গ্রহণ থেকে বিরত থাকতে হবে।
Maxpro tablet বা Capsule এ এমন কোনো প্রতিনির্দেশা পাওয়া যায় নি যে খাওয়া যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী Pregnancy মায়েদের এই ঔষধ দেয়া যাবে। তবে দুগ্ধ কালীন সময় মায়ের অবশ্যই বিবেচনায় রাখতে হবে। যদি দুগ্ধ কালীন সময় কোনো পার্শ প্রতিক্রিয়া লক্ষ করা যায় তাহলে গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবে।
যাদের কিডনি বা লিভারে সমস্যা আছে তাদের ক্ষেএে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা দীর্ঘদিন ধরে একই ঔষধ গ্রহণ করে তাদের জন্যও সাবধানতা অবলম্বন করতে হবে। যারা অতিরিক্ত Alcohol গ্রহণ করে তাদের ক্ষেত্রেও সাবধানে ব্যবহার করতে হবে
গ্যাষ্টিকের ঔষধ বিভিন্ন ভাবে পাওয়া যায়। যেমন : ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার, স্যাসেট ইত্যাদি।এসব ওষুধ আবার বিভিন্ন গ্রুপের যেম : Omeprazole, Esomeprazole, Pantoprazole, Rabeprazole, Lansoprazole, Dexlanso prazole এবং নতু একটি গ্রুপ মার্কেটে আসছে Vonoparzone যা অন্যান্য ঔষধের চেয়ে আলাদা এগুলোর ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে। ওভার ডোজ হলে উপকারের থেকে অপকার বেশি হয়। তাই সাবধানতা অবলম্বন করতে হবে। ওভার ডোজের কারনে কিডনি বিকল ও লিভার সমস্যার মতো মারাত্মক জামেলা হতে পারে।Mapro Reneta pharmaceutical এর Esomeprazole গ্রুপের ঔষধ।
অনেক কোম্পানি বাজারে বিভিন্ন নামে Esomeprazole নিয়ে আসছে। বাংলাদেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি Reneta Pharmaceutical বাজারে Maxpro 20 tablet, 20 capsule, 40 tablet, 40 capsule, maxpro mups 20, maxpro mups 40 বাজারে নিয়ে আসছে।
আলো থেকে দূরে শুস্ক ও আাদ্র স্থানে রাখতে হবে এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখতে হব।
Xpa xr 665 mg tablet জ্বর মাথা ব্যথা, শরীর ব্যথা দাঁত ব্যথা, কোমড় ব্যথা, জয়েন্টের…
Napoxen একটি ব্যথা বিরোধী ঔষধ। এটি যেকোন ধরনের ব্যথার জন্য ব্যবহার করা হয়। নেপ্রোক্সেন এর…
Bronchial Asthma / ব্রঙ্কিয়াল এ্যাজমা সকল বয়সের মানুষের হইতে পারে, তবে পৌড় বয়সের লোকদের এই…
টামেন টার্বো মূলত হালকা থকেকে মাঝারি ব্যথার জন্য কাজ করে এছাড়াও যকোনো ব্যথা যমন :…
ফাস্ট ট্যাবলেট এর জেনেরিক নাম হলো প্যারাসিটামল(Paracetamol).এটিঅ্যাসিটামাইনোফেন ( Acetaminophen) গ্রুপের ঔষধ। যা অ্যান্টিপাইরেটিক ( anti…
টাইফয়েড ও প্যারাটাইফয়েড রোগের মূল উৎস হলো মানুষ। মানুষ দ্বারা এই রোগ হয়। টাইফয়েড ও…