Xpa xr 665 mg tablet জ্বর মাথা ব্যথা, শরীর ব্যথা দাঁত ব্যথা, কোমড় ব্যথা, জয়েন্টের ব্যাথার জন্য ব্যবহার করা হয়।
Xpa xr 665 mg tablet এর ডোজ
১০-১২ বছরের শিশুদের জন্য ১ টি করে এক্সপা ৬৬৫ ট্যাবলেট ৪-৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৪ বার দেয়া যাবে।
১২- প্রাপ্ত বয়স্কদের জন্য ২ টি করে xpa 665 mg tablet ৪-৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৪ বার দেয়া যাবে।
বয়সের হিসাব করে ডোজ কমানো যেতে পারে কিন্তু বাড়ানো যাবে না।
Xpa xr এর কাজ
জ্বর, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, মচকে যাওয়া ব্যথা, হাড়ের ব্যথা, মাথা ব্যথা,কোমড় ব্যথা, শরীর ব্যথা, জয়েন্টে ব্যথা, অপারেশন এর পর ব্যথা, কাটা ছেড়া ব্যথা, মাসিকের কারনে ব্যথা, বাচ্চাদের হাত পা কানরানো ব্যথার কাজ করে থাকে।
Xpa xr কতদিন খাওয়া যায়
দিনে সর্বোচ্চ ৪০০০ মিলি প্যারাসিটামল গ্রহণ করা যাবে। রোগী ও রোগের উপর ভিত্তি করে ডোজ দেয়া হয় তার জন্য চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে এবং সেই অনুযায়ী ঔষধ সেবন করত হবে।
Xpa xr এর পার্শ্ব প্রতিক্রিয়া
Xpa xr paracetamol জাতীয় ঔষধ এর তেমন পার্শপ্রতিক্রিয়া নেই তারপরও যেকোনো ধরনের ঔষধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। Xpa xr ব্যবহারের কারনে নিচের সমস্যাগুলো দেখা দিতে পারে –
- বমিবমি ভাব
- বমি
- শরীরে লালচে ঘামাচির মতো ফুসকুড়ি
- এলার্জি
- মাথা ঝিম ঝিম করা
- মাথা ঘোরানো
- ঘুম ঘুম ভাব
- ক্ষুধামন্দা
উপরের সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে বা নিকটতম হাসপাতালে পাঠাতে হবে।
Xpa সিরাপের কাজ
Xpa প্যারাসিটামল জাতীয় ঔষধ যা অ্যাসিটামাইনোফেন ( Acetaminophen) গ্রুপের ঔষধ। Xpa সিরাপের কাজ হলো জ্বর, মাথা ব্যথা, সর্দি, শরীর ব্যথা, জয়েন্টে ব্যথা, হাটুর ব্যথা, মাসিকের ব্যথা এবং যেকোনো ধরনের ব্যথার জন্য ব্যবহার করা হয়। Xpa (এক্সপা) সিরাপ বাচ্চাদের জন্য বেশি ব্যবহার করা হয়।
Xpa সিরাপের উপাদান
এক্সপা (Xpa) সিরাপ প্যারাসিটামল জাতীয় ঔষধ যার প্রতি ৫ মিলি সিরাপে রয়েছে প্যারাসিটামল বিপি ১২০ মি:গ্রা:।
Xpa সিরাপের ডোজ
পেডিয়েট্রিক ড্রপ –
০-২৮ দিনের শিশুদের জন্য ৪ ফোটা করে ৪-৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৪ বার দেয়া যাবে।
১-৩ মাস বয়সের শিশুদের জন্য ০.৫ মিলি বা ৮ ফোটা করে ৪-৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৪ বার দেয়া যাবে।
সিরাপ
৬ মাস থেকে ১ বছরের শিশুদের জন্য – আধা চামচ থেকে ১ চামচ সিরাপ করে ৪-৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৪ বার দেয়া যাবে।
১- ৫ বছরের শিশুদের জন্য – ১ থেকে ২ চামচ করে সিরাপ করে ৪-৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৪ বার দেয়া যাবে।
৬-১২ বছরের শিশুদের জন্য – ২ চামচ থেকে ৪ চামচ করে সিরাপ করে ৪-৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৪ বার দেয়া যাবে।
খাবারের মধো বা খাবার পরে সিরাপ দিতে হবে।
Xpa সিরাপের দাম
প্রতিটি ১৫ মিলি পেডিয়েট্রিক ড্রপের দাম – ২০ টাকা
প্রতিটি ৬০ মিলি পেট বোতলের দাম – ৩৫ টাকা
প্রতিটি ১০০ মিলি পেট বোতলের দাম – ৫০ টাকা।
জ্বরের জন্য Xpa সিরাপের কাজ কি
মাঝারি ধরনের জ্বরের জন্য Xpa সিরাপ অনেক ভালো কাজ করে। তবে তীব্র জ্বরের জন্য Xpa সিরাপ দেয়া যায়। আমরা সিরাপ সাধারনত শিশুদের জন্য দিয়ে থাকি কিন্তু সব বয়সের মানুষের জন্য ব্যবহার করা হয়। শুধু ডোজের পার্থক্য থাকে।
ব্যথার জন্য Xpa সিরাপের কাজ কি
সাধারণ ব্যথা থেকে শুরু করে মাঝারি ও তীব্র ব্যথার জন্যও Xpa সিরাপ দেয়া হয়৷ প্যারাসিটামল সব ধরনের ব্যথার জন্য চিকিৎসক ব্যবহার করেন তার কারন হলো এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম। মাথা ব্যথা থেকে শুরু করে শরীর ব্যথা, গলা ব্যথা, দাঁত ব্যথা, মাসিকের ব্যথা, হাটুর ব্যথা, অষ্টিও আর্থরাইটিসের ব্যথা, মাঝা কোমর ব্যথার জন্য Xpa সিরাপ কাজ করে।
Xpa সিরাপ কাদের দেয়া যাবে না
লিভার ও কিডনি সমস্যা জনিত রোগীদের Xpa সিরাপ এড়িয়ে চলা উচিত। যদি সিরাপ ব্যবহার করে তাহলে ডোজ কমিয়ে আনতে হবে। এছাড়াও অ্যালকোহল সেবনকারীদের Xpa সিরাপের সাথে অন্য কোন প্যারাসিটামল জাতীয় ঔষধ দেয়া যাবে না।
Xpa ৫০০ মি: গ্রা: ট্যাবলেট
সর্দি, জ্বর ও জ্বর জনিত মাথা ব্যথা, দাত ব্যথা, কোমরে ব্যথা, মাসিকের ব্যথা ও যেকোনো ধরনের মাঝারি থেকে তীব্র ব্যথার জন্য Xpa ৫০০ মি: গ্রা: টয়াবলেট দেয়া হয়। এক্সপা ট্যাবলেট দ্রুত জ্বর কমাতে সাহায্য করে সুস্থ করে তোলে। প্রতিটি ট্যাবলেটে রয়েছে প্যারাসিটামল বিপি ৫০০ মি: গ্রা:।
Xpa (এক্সপা) ট্যাবলেটের দাম
Xpa ৫০০ মি: গ্রা: ট্যাবলেট – ১.২ টাকা টাকা পিচ এবং ১২ টাকা পাতা
Xpa xr ৬৬৫ মি: গ্রা: ট্যাবলেট – ২ টাকা পিচ এবং ২০ টাকা পাতা
Xpa ট্যাবলেটের ডোজ
বাচ্চাদের জন্য Xpa সিরাপ ব্যবহার করা হয়। Xpa সিরাপের ডোজ উপরে লেখা আছে। Xpa ট্যাবলেটের ডোজ নিচে আলোচনা করা হলো।
Xpa 500 mg tablet –
৮-১২ বছরের শিশুদের জন্য ১ টি করে ট্যাবলেট ৪-৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৪ বার দেয়া যাবে
১২- প্রাপ্ত বয়স্কদের জন্য ২ টি করে xpa 500 mg tablet ৪-৬ ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ ৪ বার দেয়া যাবে।
বয়স্কদের জন্য অন্য কোনো সমস্যা থাকলে ডোজ কমানো যেতে পারে।
সতর্কতা
লিভার ও কিডনি সমস্যা জনিত রোগীদের ক্ষেত্রে ডোজার পরিমান কমানোর প্রয়োজন হতে তা। প্রয়োজন না হলে তাদেরকে প্যারাসিটামল দেয়া যাবে না। অ্যালকোহল গ্রহন কারিদের ক্ষেত্রে ডোজার পরিমান কমানোর প্রয়োজন এবং একই সাথে প্যারাসিটামল এর অন্য কোনো ঔষধ ব্যবহার করা যাবে না।
গর্ভকালীন সময় Xpa ট্যাবলেট
সঠিক ভাবে এর প্রমান পাওয়া যায়নি। তবে এতে ভ্রনের কোনো ক্ষতি প্যারাসিটামল করে না। একান্ত প্রয়োজন না হলে গর্ভকালীন সময় ব্যবহার করা উচিত নয় তবে প্রয়োজনে চিকিৎসকের সাথে পরামর্শ করে ব্যবহার করা উচিত।
স্তন্যদান কালে Xpa ট্যাবলেট
প্যারাসিটামল মায়ের দুধের সাথে খুবই অল্প পরিমানে নিঃসৃত হয় যাতে তেমন কোনো প্রভাব পড়ে না তার পরও একান্ত প্রয়োজন হলে ব্যবহার করতে হবে অন্যথায় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
Xpa xr টয়াবলেট Ariosto pharma বাজারজাত করেছে।
Leave a Reply